fbpx
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

‘বসকে জানান মিশন সফল’

খাসোগিকে হত্যায় সৌদি যুবরাজের সম্পৃক্ততার প্রমাণ

অবশেষে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’ সাংবাদিক জামাল খাসোগিকে হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে গণমাধ্যমটির বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ‘ইয়েনিসাফাক’ জানিয়েছে, খাসোগি হত্যায় অংশ

নেয়া এক ব্যক্তির এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তার টেলিফোন আলাপে হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হয়েছে। নিউইয়র্ক

টাইমসের প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ড শেষে হত্যাকারী দলটির এক সদস্য তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোনে বলেন, ‘আপনার বসকে জানান

আমাদের মিশন সফল হয়েছে’। হত্যাকারী দলের এ সদস্য বস বলতে মোহাম্মদ বিন সালমানকেই বুঝিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়,

যুবরাজ মোহাম্মদের নাম উল্লেখ করা না হলেও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের বিশ্বাস তাকেই ‘আপনার বস’ বলা হয়েছে। খাসোগি হত্যায়

অভিযুক্ত মাহের আবদুল আজিজ মুতরেব টেলিফোন কলটি করেন। কথোপকথন হয় আরবি ভাষায়। খাসোগিকে হত্যা করতে ইস্তাম্বুলে পাঠানো

সৌদি আরবের ১৫ সদস্যের দলটির একজন মুতরেব। খাসোগির খুনের অডিও রেকর্ডিংগুলোকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন তুরস্কের

প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। রেকর্ডিংগুলো শুনে সৌদি আরবের এক গোয়েন্দা কর্মকর্তাও স্তম্ভিত হয়ে গেছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার তুরস্কের গণমাধ্যমের প্রতিবেদনে এসব বলা হয়েছে। সম্প্রতি অডিও টেপগুলো পশ্চিমা মিত্রদেশগুলোর কাছেও পাঠিয়েছে তুরস্ক। রয়টার্স।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button