Uncategorized

সিদ্ধান্ত ছাড়াই শেষ তাবলিগ জামাতের একপক্ষের বৈঠক

কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সরকারের সঙ্গে তাবলিগ জামাতের একপক্ষের বৈঠক। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে,সাদপন্থীদের সঙ্গে সরকারের পক্ষ থেকে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার বিকেলে, মন্ত্রণালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের জানান, ‘দুইপক্ষ যেন একসাথে ইজতেমার আয়োজন করতে পারে তার জন্য সরকার চেষ্টা অব্যাহত রেখেছে।’

মন্ত্রী আরো জানান, আগামী বুধবার তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গেই বৈঠক হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকে কবে এবং কীভাবে ইজতেমা করতে চান সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

তবে, বৈঠকের পর সাদপন্থী মাওলানা আশরাফ আলী জানান, ইজতেমা দুই পক্ষের একসাথে করা সম্ভব নয়। বৈঠকে সাদপন্থীরা সরকারের কাছে ৮ দফা দাবি তুলে ধরেছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই তাবলিগ জামাতের দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। পরবর্তীতে এ দ্বন্দ্ব সংঘাতে রূপ নেয়। ফলে সংঘাত ও নির্বাচনের কারণে এবারের বিশ্ব ইজতেমা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button
Close