fbpx
অর্থনীতিবিশ্ব বানিজ্য

জয়েন্ট ট্রেড কমিশন গঠনে আগ্রহী দক্ষিণ আফ্রিকা

দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের সাথে জয়েন্ট ট্রেড কমিশন গঠনে আগ্রহী দক্ষিণ আফ্রিকা। সকালে রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ তথ্য জানালেন, দেশটির এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক উপপরিচালক ডক্টর অনিল শুকলাল। এশিয়ায় দক্ষিণ আফ্রিকার নতুন দূতাবাস চালুর ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি।

বুধবার সকালে রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ- বিস মিলনায়তনে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশে সম্পর্কের রজতজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন দক্ষিণ আফ্রিকার এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক উপপরিচালক ডক্টর অনিল শুকলাল।

এ সময় ড.অনিল শুকলাল বলেন, বাংলাদেশের জন্য দক্ষিণ আফ্রিকায় বিনিয়োগের অনেক বড় বাজার রয়েছে। দুই দেশের জয়েন্ট ট্রেড কমিশন বাস্তবায়িত হলে দু’দেশই লাভবান হবে। এছাড়া দুই দেশের ব্যবসা বাণিজ্য সহজ করার লক্ষে এশিয়ায় দক্ষিণ আফ্রিকার পরবর্তী দূতাবাস বাংলাদেশেই হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আফ্রিকার সাথে বিনিয়োগে বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক।

বাংলাটিভি/ সৌরভ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button