fbpx
আন্তর্জাতিকএশিয়া

বিশুদ্ধ অক্সিজেনের সেবা দিতে দিল্লিতে ‘অক্সিজেন বার’

সাম্প্রতিক সময়ে দূষিত বাতাসে ভারী হয়ে ওঠেছে রাজধানী দিল্লির জনজীবন। এই ভয়াবহ অবনতির মধ্যে শহরবাসীকে একটু বিশুদ্ধ অক্সিজেন সেবা দিতে দিল্লিতে খোলা হলো অক্সিজেন বার। ১৫ মিনিট বিশুদ্ধ অক্সিজেন পাওয়ার জন্য একজনের খরচ পড়বে ২৯৯ রুপি।–ইন্ডিয়া টুডে

শহরের সাকেত এলাকায় এই অক্সিজেন বারটি খুলেছেন ২৬ বছর বয়সী আর্যবীর কুমার। শহরবাসীকে একটু স্বস্তি দিতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন তিনি। চলতি বছরের মে মাসে যাত্রা শুরু করেছ “অক্সি পিওর” নামের এই প্রতিষ্ঠানটি।

শুধু তাই নয় ৭টি ফ্লেভারে পাওয়া যাবে অক্সি পিওরের এই বিশেষ সেবা। সেগুলো হলো- লেমনগ্রাস, অরেঞ্জ, সিনামন, স্পিয়ারমিন্ট, পিপারমিন্ট, ইউক্যালিপ্টাস ও ল্যাভেন্ডার। তবে, ‘একজন মানুষ দিনে মাত্র একবারই নির্ধারিত সময়ের জন্য সেবা নিতে পারবেন, তার বেশি নয়’ বলে জানালেন, প্রতিষ্ঠানটির কর্ণধার আর্যবীর কুমার।

                1480267874 Aung San Suu Kyi China visi 1

কীভাবে একজন এই সেবা গ্রহণ করতে পারবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমে ক্রেতাদের মুখে একটা টিউব লাগিয়ে দেওয়া হয়। ওই টিউবের মাধ্যমে বিভিন্ন ফ্লেভারের বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করা হয়। এরপর ক্রেতাদের স্বাভাবিকভাবে শ্বাস গ্রহণ করতে বলা হয়।’

নূর, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button