
বকেয়া মজুরি প্রদান ও মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে দেশের রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা দ্বিতীয় দিনের মত আমরণ অনশন পালন করছেন।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে নরসিংদীতে অনশন কর্মসূচী পালন করছে পাটকল শ্রমিকরা। ফলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে জুটমিলে। আর সকাল থেকে পাটবাহী কোন ট্রাক ও অন্যান্য কর্মকর্তারা মিলে ঢুকতে পারেনি।
এদিকে, পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকেই চট্টগ্রামের পাটকল শ্রমিকরা অনশন কর্মসূচি পালন করছেন। অন্যদিকে, রাজশাহীর পাটকলেও আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। অনেক শ্রমিকের পরিবারের সদস্যরাও যোগ দিয়েছেন কর্মসূচিতে।
সিবিএ-নন সিবএ নেতাদের সাথে বৈঠকের পর আমরণ অনশন করছেন খুলনার পাটকল শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শ্রমিক নেতারা।