fbpx
বিশ্ববাংলা

সৌদিতে বিশেষ প্রত্যাবাসন কর্মসূচি

সৌদি আরবে অবৈধ হয়ে পড়া শ্রমিকদের জন্য দেশটির সরকার ঘোষিত বিশেষ প্রত্যাবাসন কর্মসূচি চলছে। গত ২২ ডিসেম্বর দূতাবাসের শ্রমকল্যাণ শাখার তত্ত্বাবধানে চালু হওয়া এ কর্মসূচির  সুযোগ নিতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ভিড় করছেন বাংলাদেশি শ্রমিকরা।

জানা গেছে, সৌদি আরবে অবৈধ শ্রমিকদের জন্য এ প্রত্যাবাসন কর্মসূচি চলছে। এটি বন্ধ হওয়ার কোনো আশংকা নেই, এটি একটি চলমান প্রক্রিয়া, তাই শ্রমিকদের আতঙ্কিত বা তাড়াহুড়ো করার পরামর্শ দেয়া হয়েছে।

কর্মসূচি ঘোষণার পর থেকে তা চালু রাখার জন্য সৌদি শ্রম আদালত দূতাবাসকে একটি অফিস বরাদ্দ দেয়। সেখানে দূতাবাসের শ্রমকল্যাণ উইং নিয়মিত কাজ করছে। আগামী ১২ ও ১৩ জানুয়ারি আলহাসা ও এর আশপাশের এলাকায় দূতাবাসের শ্রমকল্যাণ উইং সেবা কার্যক্রম পরিচালনা করবে বলেও জানা যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button