fbpx
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

বিমানে হামলার কথা স্বীকার ইরানের

তেহরানের শহরতলীতে বিধ্বস্ত হওয়া ইউক্রেনের যাত্রীবাহী বিমানটিতে ভুল করে সেনারা মিসাইল হামলা চালিয়েছে বলে স্বীকার করেছেন ইরান। শনিবার এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

এতে এতে বলা হয়, ইরানের সামরিক বাহিনী ইউক্রেনের যাত্রীবাহী বিমানে মিসাইল ছোড়ার বিষয়টি ইচ্ছাকৃত নয়। এটি নিছকই ভুল। যারা এজন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেও জানানো হয়।

জানানো হয়, এর আগে ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এ ঘটনার কিছুক্ষণ পর যাত্রীবাহী বিমানটিকে নিজেদের সেনাঘাঁটির কাছ থেকে উড়ে যেতে দেখে ইরানের সেনা আধিকারিকরা ভেবেছিলেন, আমেরিকা পাল্টা আক্রমণ করেছে। আর সেটা মনে করেই ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের বায়ুসেনারা।

প্রসঙ্গত, বুধবার ইরানের হামলাতেই তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ১৭৬ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেনগামী বোয়িং-৭৩৭ বিমান পিএস৭৫২।

সংশ্লিষ্ট খবর

Back to top button