fbpx
বিশ্ববাংলা

যুক্তরাজ্যে বিচারের মুখোমুখি এক ব্রিটিশ বাংলাদেশি

যুক্তরাজ্যে সন্ত্রাসবাদের অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে মোহিসুন্নাহ চৌধুরী নামে এক ব্রিটিশ বাংলাদেশিকে।

যুক্তরাজ্যে হামলার ষড়যন্ত্রের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করা হয়েছে। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত উবার চালক।  কয়েক বছর আগে লন্ডনের বাকিংহাম প্যালেসের কাছে অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গ্রেফতার হয়েছিল মোহিসুন্নাহ চৌধুরীকে।পরে সন্ত্রাসবাদের অভিযোগ প্রমাণিত না হওয়ায়, জামিনে মুক্ত হন তিনি।

জানা যায়, মহিসুন্নাহ ইসলামের জন্য শহীদ হওয়ার স্বপ্নে উদ্বুদ্ধ এবং বিদ্বেষ সৃষ্টিকারী প্রচারকদের দ্বারা অনুপ্রাণিত। তিনি মাদাম তুসোর জাদুঘর, গে প্রাইড প্যারেড ও লন্ডনের পর্যটনবাহী বাসে হামলার পরিকল্পনাও করেছিলেন।

২০১৭ সালের আগস্টে বাকিংহাম প্যালেসের বাইরে পুলিশ বোলার্ডের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যাবার সময়, তার কাছে থাকা ছুরি ছিনিয়ে নেওয়ার সময়, দুই পুলিশ কর্মকর্তা জখম হন।

সম্প্রতি নতুন করে বিচার কার্যক্রম শুরু করেছেন আদালত।গতবছরের জুলাই মাসে লুটন থেকে তাকে এবং তার বোনকে অন্য একটি অভিযোগে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা বিচারের মুখোমুখি রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button