Uncategorized

‘সংসদ সদস্যরা কোনো ভোট চাইতে পারবেন না’

সংসদ সদস্যরা কোনো ভোট চাইতে পারবেন না, এমন শর্তে দেশের প্রতিটি পাড়া, মহল্লা ও থানায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে পারবেন নির্বাচন কমিশনের (ইসি) এমন অনুমতি মিলেছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের  উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উত্তর সিটি নির্বাচনের প্রধান সম্বয়ক তোফায়েল আহমেদ।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় একথা বলেন তিনি।

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এ্যাডভোকেট তারানা হালিমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, আইনমন্ত্রী আনিসুল হক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি ড. এনামুল হক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা চিত্রনায়ক রিয়াজসহ বিশিষ্টজনেরা।

এসময় বঙ্গবন্ধুর আর্দশ থেকে শিক্ষা নিয়ে সবাইকে পথচলা পরামর্শ দেন বক্তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button
Close