fbpx
বিশ্ববাংলা

সৌদিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স চালু

দীর্ঘদিনের আশা পূরণ হতে যাচ্ছে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রবাসীদের দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধির জন্য সৌদি আরবে বিভিন্ন কোর্স চালু করতে যাচ্ছে।

প্রবাসে বসেই নিজেদের কাজের পাশাপাশি পড়াশুনা করতে পারবে প্রবাসী বাংলাদেশিরা। অনেক প্রবাসীর পড়াশোনা করার ইচ্ছা থাকা সত্ত্বেও, পরিবারের হাল ধরতে পড়াশোনা শেষ না করেই পাড়ি দিতে হয়েছে বিদেশে। তাই এতে ভর্তি হতে পারার, সুযোগ পেয়ে আনন্দিত তারা।

তারা বলেন, সার্টিফিকেট অর্জন করে তারা ভাল চাকরি করতে পারবেন। সৌদি প্রবাসীদের জন্য বর্তমান সরকারের এ উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। আগ্রহীদের রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইমেইলে মেইল পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের সংখ্যার ভিত্তিতে কোর্স চালু করার সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়।

ফকির আল আমিন, রিয়াদ প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button