
কোন নাম বা পদবী নয়, দুর্নীতিতে কোন রাঘব বোয়ালের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও দুদকে তলব করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার সকালে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে ‘দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে দুদুক। এসময় দুর্নীতির কোন সীমা-পরিসীমা নেই উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি করলে কারো ছাড় নেই।
তিনি আরও বলেন, দুর্নীতি করলে কোন পদ-পদবী দেখা হবে না। রাঘব বোয়ালদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। এতে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান দুদক চেয়ারম্যান।
দুর্নীতি মুক্ত জাতি গঠনে স্বশিক্ষিত ও সুশিক্ষিত মানুষ গড়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।
আরমান কায়সার, বাংলা টিভি