fbpx
অন্যান্য

বিষাক্ত কয়েলে গর্ভপাত বাড়ছে

বিষাক্ত কয়েলের কারণে গর্ভপাত বাড়ছে, শুক্রানু কমছে, প্রিম্যাচিউর বাচ্চার জন্ম হার বাড়ছে। দেশের প্রখ্যাত গাইনি বিশেষজ্ঞদের করা এক গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য জানা যায়।

আমরা নিয়মিত যে মশার কয়েল ব্যবহার করি; তা আমাদের স্বাস্থ্যব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এতে মানুষের প্রজনন ক্ষমতা কমিয়ে দিচ্ছে। আরও বড় হুমকি নারীর প্রজনন স্বাস্থ্যর জন্য। গর্ভপাতের হার বাড়িয়ে দিয়েছে। পুরুষের শুক্রানু কমে যাচ্ছে। প্রিম্যাচিউরজ বাচ্চার জন্মহার বেড়ে গেছে।

এ প্রসঙ্গে গাইনোকোলজিস্ট ডা. নওশিন শারমিন পূরবী জানান, এসব কয়েলের ধোঁয়া চোখে কম দেখা যায়, কিন্তু মাথাব্যাথাসহ নানা সমস্যার জন্ম দিচ্ছে। অননুমোদিত মাত্রার বিষাক্ত রাসায়ানিক ব্যবহার করে তৈরি করা মশার কয়েল প্রজনন স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে।

ডা. পূরবী আরও বলেন, এসব কয়েলের ধোঁয়ায় মশা মরছে ঠিকই, কিন্তু তা মানুষের প্রজনন ক্ষমতা কমিয়ে দিচ্ছে। গর্ভপাতের হার বাড়িয়ে দিয়েছে। পুরুষের শুক্রানু কমে যাচ্ছে। প্রিম্যাচিউরজ বাচ্চার জন্মহার বেড়ে গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button