fbpx
অন্যান্যবাংলাদেশ

ছুটির সন্ধ্যায় গমগমে বইমেলা

শুক্রবার ছুটির দিনে, ক্রেতা-দর্শনার্থীদের সমাগমে জমে ওঠে অমর একুশে গ্রন্থমেলা। মেলার ৬ষ্ট দিনে, এসেছে আরো বেশকিছু নতুন বই। লেখকরা বলছেন, অন্যান্য বারের চেয়ে পাঠকদের বেশি সাড়া পাচ্ছেন তারা।

অমর একুশে গ্রন্থ মেলায়, শুক্রবার ছিল শিশুপ্রহর। সেখানো বাড়তি আয়োজন ছিলো কচিকাচা’র জন্য। তাই ক্ষুদে পাঠকদের পদচারণায় মুখর হয় বইমেলা প্রাঙ্গণ। ছুটির দিনের অবসরে শিশুরদের মেলায় নিয়ে আসেন বাবা-মা’রা, শিশুরা ঘেঁটে দেখে নিজেদের পছন্দের নানা বই।

বই কেনার পাশাপাশি প্রিয়জনের সাথে আড্ডা দিয়েও সময় কাটান অনেকে। এরমাঝেও সংগ্রহ করেছেন পছন্দের বই।আজও মেলায় বেশ ক’টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চে দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেন শিক্ষাবিদ ড. জাফর ইকবাল।

এদিকে, নিজেদের বইয়ের ভাল সাড়া, হওয়ায় খুশি লেখক-প্রকাশরা।

শহিদুল হক, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button