fbpx
অন্যান্যবাংলাদেশ

‘চীন-সিঙ্গাপুর থেকে আসা সবাই করোনায় আক্রান্ত হবেন-এমন নয়’

চীন বা সিঙ্গাপুর থেকে কেউ আসলেই করোনা আক্রান্ত তা কিন্তু নই, পরীক্ষা-নিরীক্ষার পরই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে রোগতত্ত্ব বিভাগ। ভাইরাস আক্রান্তের বিষয়ে অনুমাননির্ভর তথ্য না ছড়ানোরও আহ্বান জানানো হয়েছে।

সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা জানান, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এসময় তিনি বলেন, ভাইরাস নিয়ে কোন অনুমান নির্ভর তথ্যে কান না দিয়ে আইইডিসিআর’এর স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, চীন বা সিঙ্গাপুর থেকে কেউ আসলেই তাকে করোনা আক্রান্ত গন্য করা ঠিক নয়। বরং প্রয়োজন হলে, সুনির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে যে, সন্দেহভাজন ব্যক্তির পর্যবেক্ষণের দরকার আছে কিনা।

সেব্রিনা ফ্লোরা আরো জানান, গেল ২৪ ঘন্টায় নতুন করে ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে, কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফেরা বাংলাদেশীরা সবাই সুস্থ আছেন। বাংলাদেশে করোনাভাইরাস ঠেকাকে সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে বলে জানানো, হয় সংবাদ সম্মেলনে।

আরমান কায়সার, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button