fbpx
বাংলাদেশ

‘করোনা সংক্রান্ত পরীক্ষা শুধু রোগতত্ত্ব বিভাগেই করা হবে’

করোনাভাইরাস সংক্রান্ত সকল ধরনের পরীক্ষা-নিরিক্ষা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ছাড়া বাহিরে কোথাও করা হবে না বলে জানিয়েছেন, প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, তিনি।

তিনি আরও জানান, বিশ্বস্বাস্থ্য সংস্থার সতর্কতা ও পরামর্শ অনুযায়ী বাংলাদেশে সবধরণের আগাম প্রস্ততি নেয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৭২ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানা তিনি।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় পরীক্ষা শুধু রোগতত্ত্ব বিভাগেই করা হবে। চীন বা সিঙ্গাপুর থেকে আসা নাগরিকদের কেউ পরীক্ষার পর সন্দেহজনক হলে আইসোলেশনে রাখার কথাও জানান সেব্রিনা।

এছাড়া ভাইরাস ছড়ানো ঠেকাতে চীনসহ বিশ্বব্যাপী সতর্কতা জোরদার করা হচ্ছে। নতুন আক্রান্তের যে সংখ্যা হালনাগাদ হচ্ছে তারা আসলে আইসোলেটেড করে রাখা সন্দেহভাজনদের মধ্যে থেকেই শনাক্ত হচ্ছেন। বাংলাদেশে এখনো সেরকম তথ্য নেই বলেও জানান সেব্রিনা ফ্লোরা।

আরমান কায়সার, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button