fbpx
অন্যান্যবাংলাদেশ

‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই’

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বলে মন্তব্য করেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বুধবার সকালে স্বাস্থ্য অধিপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান, তিনি।

এ সময় আতঙ্কিত না হয়ে রোগতত্ত্ব বিভাগে যোগাযোগের পরামর্শ দেয়া হয়। গত ২৪ ঘণ্টায় মোট ৭৪ জনের নমুনা পরীক্ষা করে কারো মধ্যে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলেও জানান, সেব্রিনা।

এছাড়া চীনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকেদের দেশে ফিরিয়ে আনার কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

অন্যদিকে, করোনা ভাইরাসের প্রকোপ না কমলে দেশের অর্থনীতিতে তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যদিও এখন পর্যন্ত দেশের বাজারে করোনার কোন প্রভাব পড়েনি।

তবে আশঙ্কা রয়েছে। বুধবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button