fbpx
দেশবাংলা

বিজয়নগরে কারেন্ট জালে রেনু পোনা নিধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাছ ধরতে ব্যবহার হচ্ছে অবৈধ কারেন্ট জাল। দামে সাশ্রয় ও সহজলভ্য হওয়ায়, জেলেরা ছাড়াও অনেকেই মাছ শিকার করছে এ জাল দিয়ে। এতে, রেনু পোনা এমনকি মাছের ডিমও আটকে যাচ্ছে। মৎস্য বিভাগের প্রয়োজনীয় পদক্ষেপ না থাকার কারণে, বেড়ে চলেছে নিষিদ্ধ কারেন্ট জাল ও ঘন নেটের ব্যবহার।

বিজয়নগরে বেশ কিছু গুরুত্বপূর্ণ নদী খাল বিল হাওর থাকার কারণে সারাবছর মাছ ধরতে পারেন জেলেরা। তবে, অবাধে কারেন্ট জাল ও ঘন নেট ব্যবহারের ফলে, মানুষ বঞ্চিত হচ্ছে দেশীয় মাছ থেকে। জৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও, বাস্তবে তা ভিন্ন।

ঐ সময় আরও বেশী মাছ ধরতে দেখা যায় নদী খাল বিলগুলোতে। ফলে, পরবর্তিতে মাছের উৎপাদন প্রায় শুন্যের কোটায় চলে যায়।

এদিকে, নির্বিঘ্নে কারেন্ট ও ঘন নেট জালের ব্যবহারের কথা জানায় জেলেরা। আর মৎস্য কর্মকর্তা আবু সালেহ জানালেন, অবাধে কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

অচিরেই কারেন্ট ও ঘন নেট জাল বিক্রি ও ব্যবহার বন্ধ না হলে, দেশীয় মাছ বিলীন হয়ে যাবে বলে মনে করেন, সংশ্লিষ্টরা।

শামসুল ইসলাম, বিজয়নগর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button