
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুরে মুজিব কর্নারের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ে এ কর্নারের উদ্বোধন করেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ।
স্কুলটির সভাপতি সাংবাদিক মোজাফফর হোসেনের সভাপতিত্বে এসময় সাদ পত্নী মাহিমা এরশাদসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্নারটিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, তার পরিবার, ৬দফা আন্দোলন, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন কর্মকাণ্ড চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।