fbpx
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

মাদুরোকে গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করলে এক কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এ ঘোষণা দিয়েছে।

এর আগে মার্কিন ফেডারেল প্রসিকিউশন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক চোরাকারবারি সংঘের পৃষ্ঠপোষকতার অভিযোগ আনে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এ অভিযোগে বলেন, নিকোলাস মাদুরো ও তার ঘনিষ্ঠ অন্তত ১৪ জন সাবেক ও বর্তমান সরকারি ও সেনা কর্মকর্তা ২০ বছর ধরে আঞ্চলিক মাদক চোরাকারবার সংঘের নেতৃত্ব দিয়ে আসছেন।

তারা এ কাজে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রে মাদকদ্রব্য কোকেইনের প্রধান সরবরাহকারী হিসেবেও অভিযুক্ত করা মাদুরোসহ ওই ১৪ কর্মকর্তাকে। এর পরপরই যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রবিভাগ মাদুরোকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহকারীকে দেড় কোটি ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button