fbpx
অন্যান্যবাংলাদেশ

নতুন করে করোনায় আর কেউ আক্রান্ত হয়নি

দেশে নতুন করে আর কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে, শনিবার দুপুরে রাজধানীর মহাখালী থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এসময় তিনি আরও জানান, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও চারজন। ৪৮ জনের মধ্যে মোট ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তারা সর্বোচ্চ ১৬ দিন হাসপাতালে ছিলেন। দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন।

আইইডিসিআর পরিচালক বলেন, আপনারা সবাই ঘরের ভেতর থাকুন। জরুরি কাজে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। কাশি শিষ্টাচার মেনে চলুন। সাবান পানিতে হাত ধুতে হবে। অসুস্থ হলে অবশ্যই ঘরের ভেতর থাকুন।যাদের বয়স ৬০ এর বেশি তারা ঘরের একেবারেই ঘরের বাইরে যাবেন না।

এদিকে, বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ৪৫৮ জন। মারা গেছেন ২৭ হাজার ৩৭০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৭৩ জন। বর্তমানে ৪ লাখ ৩৬ হাজার ৭১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদের মধ্যে ৪ লাখ ১৩ হাজার ১৫৬ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৩ হাজার ৫৫৯ জনের অবস্থা শংকটাপন্ন।

সংশ্লিষ্ট খবর

Back to top button