fbpx
বাংলাদেশ

ক্রেতাশূন্য রাজধানীর কাঁচাবাজার

করোনাভাইরাসের প্রভাবে অনেকটা ক্রেতাশুন্য রাজধানীর নিত্যপণ্যের বাজারগুলো। যার ফলে, বেশির ভাগ নিত্যপণ্যের দাম এখন ক্রেতাদের নাগালে।

এদিকে, বাড়তি দামে পণ্য বিক্রি করলে, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শনকালে এ হুঁশিয়ারি দেন সংস্থাটির উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।

করোনা প্রতিরোধে সরকার ঘোষিত ১০ দিনের সাধারণ ছুটির তৃতীয় দিন আজ। ভাইরাস আতঙ্কে বিশেষ প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না নগরবাসী। দোকানদারদের পাশাপাশি, অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরাও। তবে, জরুরী প্রয়োজনে বাজারে আসছেন অনেকেই। বাজার পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এদিকে বিক্রেতারা জানান, পর্যাপ্ত মজুদ রয়েছে সব পণ্যের; তবে ক্রেতা কমে যাওয়ায়, কমতির দিকে চাল-ডাল-তেলসহ প্রায় সব পণ্যের দাম।  অপরিবর্তিত রয়েছে, মুরগির বাজার। কিন্তু কোনো কারণ ছাড়াই কেজিতে ৩০ টাকা বেড়ে গেছে গরুর মাংসের দাম।

সকালে রাজধানীর কারওয়ানবাজার পরিদর্শনে এসে, পণ্যের দাম যাচাইয়ের পাশাপাশি, ক্রেতা-বিক্রেতার সচেতনতা বাড়াতেও কাজ করলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (উপসচিব) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।

তবে, পরিস্থিতি স্বাভাবিক হলে বাজার আবারো জমে উঠবে বলে আশাবাদ, ক্রেতা-বিক্রেতা উভয়ের।

মোহাম্মদ হাসিব, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button