fbpx
বাংলাদেশ

গণস্বাস্থ্যের করোনা পরীক্ষা-কীট মধ্য এপ্রিলে

সব কিছু ঠিক থাকলে, করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কীট আগামী ১৫ এপ্রিলের মধ্যে বাজারের আসবে বলে আশা জানালেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সকল শ্রেণি পেশার মানুষের কথা মাথায় রেখে, এ কিট সর্বনিম্ন দামে বাজারজাত করা হবে বলেও জানান তিনি।

চীনের উহানে শনাক্ত হওয়া, নভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে। এতে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সম্প্রতি বাংলাদেশেও আঘাত হেনেছে করোনা।

কিন্তু প্রাণঘাতী এ ভাইরাসটি পরীক্ষায় প্রয়োজনীয় কোন কিট না থাকায়, চীন ও সিঙ্গাপুর থেকে তা সংগ্রহ করছে বাংলাদেশ।

তবে এরই মধ্যে আশার বাণী শুনিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। সংস্থাটির দাবি, করোনাভাইরাস শনাক্তে কিট উদ্ভাবনে সক্ষম হয়েছে তারা। আগামী মধ্য এপ্রিল নাগাদ এ পরীক্ষা কিট বাজারজাত করা হবে বলেও জানালেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, দেশের সব জনগণের আর্থিক সঙ্গতির কথা বিবেচনায় নিয়ে সর্বনিম্ন দামে কিটটি বাজারজাত হচ্ছে বলেও জানান তিনি। এ সময় করোনাভাইরাস প্রতিরোধে সকলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চলারও আহবান জানান  এই বিশিষ্ট চিকিৎসক।

বুলবুল আহমেদ, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button