fbpx
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

জেরুজালেমে ইহুদী-মুসলিম-খ্রিস্টান সম্মিলিত প্রার্থনা

ইহুদী, মুসলিম ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছেই পবিত্র শহর হিসেবে পরিচিত জেরুজালেম। তাই মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে জেরুজালেমে সম্মিলিতভাবে প্রার্থনা করলেন তিন ধর্মাবলম্বীরা।

জেরুজালেমের সিটি হলে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে এ মিলিত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ যৌথ প্রার্থনায় তিন ধর্মের নেতারা ছাড়াও দ্রুজ ও বাহাইদের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন।

প্রার্থনার আগে ভ্যাটিকান রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে তিন ধর্মের আত্মিক বন্ধনের গুরুত্ব তুলে ধরে ফ্রান্সিসকান কাস্টোডিয়ান অব দ্য হোলি ল্যান্ড ফাদার ফ্রান্সেসকো প্যাটন বলেন, ‘মহামারি ঠেকাতে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমরা একসঙ্গে প্রার্থনা করবো।

আমাদের ধর্মবিশ্বাসের উৎস এক, এ কারণে এ ধরনের প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ। একই উৎসকে ধন্যবাদ জানিয়েই নিজেদের বিশ্বাস ও আস্থা নিয়ে আমরা ঈশ্বর ও সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করবো।

সংশ্লিষ্ট খবর

Back to top button