fbpx
বিশ্ববাংলা

আমিরাতে ১১ বাংলাদেশি করোনায় আক্রান্ত

বিশ্বব্যাপী করোনাভাইরাসের যে তান্ডব চলছে, তা সংযুক্ত আরব আমিরাতেও আঘাত হেনেছে। তবে, আমিরাত সরকারের যথাযথ কার্যকারী ব্যবস্হা গ্রহনের ফলে এর ছোবল অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গেছে।

দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩১ মার্চ পর্যন্ত ৬ শতাধিক, সংযুক্ত আরব আমিরাতে গত ৩১ মার্চ করোনাভাইরাসে ৫১ জন নতুন আক্রান্তসহ, মোট আক্রান্তের সংখ্যা ৬৬৪ জন। তাদের মাঝে ১১ জন বাংলাদেশীও রয়েছেন।  সুস্হ হয়ে ফিরেছেন ৬১জন আর  মারা গেছেন ৬ জন । তবে সরকারের কার্যকর পদক্ষেপের কারণে করোনার ছোবল অনেকটাই সীমিত।

করোনা রোধে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত, ঘরে থাকা বাধ্যতামূলক আইনসহ আমিরাতে অন্যান্য আইনগুলো সবাই মেনে চলেছেন আমিরাতে ছিটানো হচ্ছে করোনা প্রতিরোধক স্প্রে। সকাল ৬টা থেকে রাত ৮টা অবধি প্রবাসীরা তাদের নিজেদের কাজকর্ম সেরে নিতে পারেন দেশটিতে। তবে কোথাও জটলা বা জমায়েত হওয়া যাবেনা।

এছাড়া, ফার্মেসী, সুপার মার্কেট, গ্রোসারী, খাবার ডেলিভারীর হোটেল, সবজির দোকান খোলা রয়েছে। বন্ধ আছে, পার্ক, মসজিদ, স্কুল কলেজ, বড় বড় মল ও বীচ ।সবার মাস্ক, হ্যান্ড গ্লাভস পরা বাধ্যতামূলক।

অভিজ্ঞ মহল মনে করেন, বিদেশের মাটিতে সকল প্রবাসীরা যেভাবে আইন কা্নুন মেনে চলছেন, বাংলাদেশেও সেভাবে মেনে চললে করোনা মহামারী ঠেকানো সম্ভব।

সংশ্লিষ্ট খবর

Back to top button