fbpx
অন্যান্যবাংলাদেশ

সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর অবস্থানে সেনাবাহিনী

সাধারণ ছুটির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ অবস্থায় লম্বা এই সময় মানুষকে ঘরে রাখতে শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার আজ বৃহস্পতিবার  থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয়, বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী দেশের সব স্থানে সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে এবং সরকারের দেয়া নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অকারণে মানুষের বাইরে বেরোনো বন্ধে গতকাল সকাল থেকে সড়কে সড়কে টহল বাড়িয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপিও।  বেড়েছে সেনাবাহিনীর টহলও।

বিভিন্ন মোড়ে এবং প্রতি পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তায় নামা মানুষজনকে জিজ্ঞাসাবাদ করছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button