fbpx
বিশ্ববাংলা

ফুরিয়ে আসছে সঞ্চয়, বাংলাদেশিদের দিন কাটছে আতংকে আর দুশ্চিন্তায়

বিশ্বব্যাপী মহামারী সৃষ্টি করেছে করোনাভাইরাস। প্রাচীন বিজ্ঞান চর্চার তীর্থস্থান গ্রীসেও হানা দিয়েছে এ ভাইরাস। কয়েক সপ্তাহ ধরেই লকডাউন চলছে দেশটিতে। গত রোববার লকডাউনের মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে।

স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও গৃহবন্দী হয়ে আছেন। ফলে অনেকেই ভুগছেন খাদ্য সংকটসহ নানা সংকটে। জরুরী প্রয়োজনে যারা ঘরের বাইরে যাচ্ছেন তারাও প্রতিমুহুর্তে সংক্রমণের আতংকে রয়েছেন।

এদিকে, দেশটির সরকারের পাশাপাশি গ্রীসের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও, প্রবাসীদের নানাভাবে সচেতন করা হচ্ছে।

অন্যদিকে, দেশটির সরকারের তরফ থেকে মাসিক ৮০০ ইউরো প্রণোদনা এবং ৪০ শতাংশ বাসা ভাড়া মওকুফের ঘোষণা হলেও, যথাযথ নিয়ম-কানুন বা প্রয়োজনীয় কাগজ পত্রের অভাবে, অনেকেই এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

ফলে গ্রীসে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এখন অনিশ্চয়তায় দিনযাপন করছেন। প্রতিদিনই আসছে নতুন মৃত্যুর খবর। এদিকে ফুরিয়ে যাচ্ছে সঞ্চয়, দিন কাটছে আতংকে আর দুশ্চিন্তায় ।

জাকির হোসাইন, গ্রীস প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button