fbpx
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

সৌদি আরবের দুই মসজিদে সংক্ষিপ্ত পরিসরে তারাবি নামাজ

সৌদি আরবের দুই মসজিদে সংক্ষিপ্ত পরিসরে তারাবি নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে। সৌদি আরবে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে রমজান মাসে অল্প কিছু মুসুল্লীর অংশগ্রহনে সংক্ষিপ্ত পরিসরে তারাবীর নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববীতে ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত করে তারাবির নামাজ আদায় করা যাবে।তবে সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে পারবেন না। শুধু মসজিদের দ্বায়িত্বপ্রাপ্ত ইমাম, মুয়াজ্জিনসহ অল্পসংখ্যক কর্মচারীদের নিয়ে তারাবীর নামাজ অনুষ্ঠিত হবে।

এছাড়া, মসজিদের জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনায় করোনাভাইরাস থেকে সুরক্ষায় পূর্বসতর্কতামূলক কিছু পদক্ষেপ বাস্তবায়নের পরিকল্পনা নিচ্ছে মসজিদ কর্তৃপক্ষ।

এর আওতায় ইফতার আয়োজন বর্জনসহ মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এবং পাশাপাশি মসজিদকে জীবাণুমুক্ত রাখতে বাড়তি কিছু পদক্ষেপ নেওয়া হবে। মসজিদের প্রত্যেক কর্মীর দেহের তাপমাত্রা পরীক্ষা করা হবে। এছাড়া দুই মসজিদেই নিষিদ্ধ থাকবে এতেকাফ।

সংশ্লিষ্ট খবর

Back to top button