
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও তারকা রুপা গাঙ্গুলি এক সিরিজ টুইটে জানিয়েছেন, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আগে তার আরও তিন ঘনিষ্ঠজন মারা গেছেন। তাও আবার মাত্র একমাসের মধ্যে।
রুপা গাঙ্গুলির দাবি, মে থেকে জুনের মধ্যে মাত্র একমাসে অভিনেতার এসব ঘনিষ্ঠরা আত্মহত্যা করেন। তিনি জানান, সুশান্ত সিং রাজপুতের আত্মীয় মনমিতা গ্রেওয়াল, প্রেক্ষা মেহতা, দিশা সালিয়ান গত একমাসে আত্মহত্যা করেছেন।
রুপা গাঙ্গুলির ইঙ্গিত, সুশান্তর মৃত্যু রহস্যের জট খুলবে এসব আত্মহত্যা কারণ অনুসন্ধানে। তাই তিনি দাবি করেছেন- রহস্যের সমাধান ভারতের সিবিআই’ই করতে পারে। তাই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন সিবিআই ফর সুশান্ত।
এর আগে, গত ১৪ জুন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মরদেহ তার নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।