বিশ্ববাংলা
ইথিওপিয়ায় আটকে পড়া ১০৪ বাংলাদেশিকে নিরাপদে উদ্ধার

ইথিওপিয়ার তিগরাই অঞ্চলে বোমা হামলার পর, আটকে পড়া ১০২ জন বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে, আরো আটকে আছেন ৪ জন।
দেশটির রাজধানী আদ্দিস আবাবাতে অবস্থিত, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও চার্জ দি অ্যাফেয়ার্স তারিক হাসান জানান, বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টসের এসব শ্রমিকদেরকে, দূতাবাসের চেষ্টায় এবং জাতিসংঘের সহায়তায়, সংঘাত প্রবণ এলাকা থেকে সরিয়ে, রাজধানীতে নেয়া হয়েছে। তারা এখন নিরাপদে আছেন।
দূতাবাস সার্বক্ষণিকভাবে তাদের খোঁজখবর রাখছে। তবে সংঘাত প্রবণ এলাকার একটি ভারতীয় মালিকানাধীন কোম্পানীতে কর্মরত ৪ বাংলাদেশি, এখনও ঝুঁকিতে রয়েছেন। তাদেরকেও সরিয়ে নেয়ার চেষ্টা করছে দূতাবাস।