fbpx
বিশ্ববাংলা

নিউইয়র্কে বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশি শহীদুল

করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় নিউইয়র্কে সম্মাননা পেলেন শহীদুল হক সাঈদ নামে এক বাংলাদেশি।

জানা যায়, গত মার্চ  থেকে  শুরু করে এ পর্যন্ত কুইন্সের জ্যামাইকা এভিনিউ, জ্যাকসন হাইটস ইত্যাদি স্থানে করোনা মোকাবেলায় কাজ করায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হককে বেশ কয়েকটি সংস্থার পক্ষ থেকে অ্যাওয়ার্ড, প্রোক্লেমেশন, সাইটেশন, সার্টিফিকেট অফ অনার ইত্যাদি দেয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে  হিলারী ক্লিনটন, সাবেক কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল মোমেন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তি ও সংস্থার পক্ষ থেকে পাওয়া সম্মাননা।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরুর  পর থেকে  শহীদুল হক ক্ষুধার্তদের জন্য খাদ্য এবং সুরক্ষা  সামগ্রী বিতরণ করে আসছেন। তার এই মহতী উদ্যোগকে  স্বাগত জানাতেই তাকে এসব অ্যাওয়ার্ড দেয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button