fbpx
বিশ্ববাংলা

শতভাগ করোনামুক্ত হলেই ভিসা দেবে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া সরকার জানিয়েছে, বাংলাদেশিরা শতভাগ করোনামুক্ত হলেই আবার ভিসা দেয়া শুরু করবে তারা।

গত মঙ্গলবার দেশটির রাজধানী  সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানায়, নতুন সংক্রমণ শূণ্যের কোঠায় নেমে আসলেই আবার নতুন ভিসা ইস্যু করবে দেশটি।

এর আগে গত ২৩ জুন দক্ষিণ কোরিয়ার ইনচন বিমানবন্দরে কিছু বাংলাদেশি করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখালেও তাদের শরীরে তাৎক্ষণিক পরীক্ষায় করোনা পজিটিভ প্রমাণিত হয়। এমতাবস্থায় দেশটির সরকার বাংলাদেশিদের নতুন ভিসা দেয়া বন্ধ করে দেয়। তবে যাদের  বৈধ ভিসা ছিলো, তারা এখনও চলাচল করতে পারছেন।

ভিসা বন্ধের পর বাংলাদেশ দূতাবাস শিক্ষার্থী ও ইপিএস কর্মীদের জন্য ভিসা চালুর অনুরোধ করলে দক্ষিণ কোরিয়া সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ থেকে দেশটিতে পৌছানো যাত্রীদের মধ্যে তাৎক্ষণিক কোভিড পরীক্ষায় যখন আর নতুন কোনো আক্রান্ত শনাক্ত হবেনা, তখন আবার বাংলাদেশীদের জন্য ভিসা চালু করা হবে।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও প্রতিনিয়ত বিমানবন্দরে নতুন সংক্রমিত রোগী শনাক্ত হয়েই চলেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button