fbpx
আন্তর্জাতিকইউরোপ

উত্তপ্ত মন্টেনিগ্রো-সার্বিয়া

দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরীণে ইস্যুতে নাক গলানোয় সার্বিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে জানান মন্টেনিগ্রোর পররাষ্ট্র মন্ত্রণালয়। তাৎক্ষণিক জবাবে মন্টেনিগ্রোর রাষ্ট্রদূতকেও বরখাস্ত করেছে সার্ভিয়া। এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী বলকান রাষ্ট্রের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

আলজাজিরার খবরে বলা হয়, দীর্ঘদিন ধরে দেশের সার্বভৌমত্ব অবমাননা করে আসছিল সার্বিয়ার রাষ্ট্রদূত। সীমা লঙ্ঘন করেই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় শনিবার (২৮ নভেম্বর) সার্বিয়ান রাষ্ট্রদূত ভ্লাদিমির বোজোভিককে বহিষ্কার করা হয়।

এর কয়েক ঘণ্টার মধ্যেই সার্বিয়ায় নিযুক্ত মন্টেনিগ্রোর রাষ্ট্রদূত তারজান মিলোসেভিককে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কার করে। সার্বিয়ার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘আঘাতে বদলে আঘাত’। পাল্টাপাল্টি রাষ্ট্রদূত বহিষ্কারে বিরোধপূর্ণ এই দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কে আরও অবনতি হল।

একসময় সার্বিয়া-মন্টেনিগ্রো একই রাষ্ট্র ছিল। পরে ২০০৬ সালে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করে মন্টেনিগ্রো। তবে স্বাধীনতার পরেও দেশটির অভ্যন্তরীণ বিরোধ মেটেনি, বরং তা আরও তীব্র হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button