বিশ্ববাংলা
সৌদিতে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে স্পেশাল এক্সিট কার্যক্রম

সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের স্পেশাল এক্সিট কার্যক্রমের আওতায় দেশে ফিরতে সহায়তা করে যাচ্ছে দূতাবাস।
গত রোববার দেশটির রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে ৪ হাজার ৮৪৬ টি ইকামা এবং তৎসংলগ্ন পাসপোর্টের তালিকা প্রকাশ করে জানায়, যেসব প্রবাসীরা এ কার্যক্রমের আওতায় এক্সিট ভিসা পাওয়ার জন্য দূতাবাসে অথবা ‘রিয়াদ মাকতাব আমাল’ এ আবেদন করেছিলেন, তাদের এক্সিট ক্লিয়ারেন্স পাওয়া গেছে।
এখন ফাইনাল এক্সিট পাওয়ার জন্য এসব প্রবাসীকে দূতাবাসে উপস্থিত হয়ে ক্লিয়ারেন্স পেপার সংগ্রহ করতে হবে। এরপর সেই পেপার সহ ‘জাওয়াযাত’ এ গিয়ে পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করতে হবে।
উল্লেখ্য, দূতাবাসে উপস্থিত হওয়ার সময় পাসপোর্ট ও ইকামার ফটোকপি এবং যাদের ইকামা হয়নি তাদের পাসপোর্ট ও ‘হুদুদ’ নাম্বার সহ ভিসার ফটোকপি এবং সদ্য তোলা ছবি সাথে নিয়ে যেতে হবে।