বিশ্ববাংলা
খামিছ মোশাইতে শুক্র-শনি কনস্যুলার সেবা

কনস্যুলার সেবা প্রদানে, বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কনস্যুলার টিমের খামিছ মোশাইত সফর। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার আওতাধীন খামিছ মোশাইতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আগামী ৪ ও ৫ ডিসেম্বর শুক্র ও শনিবার কনস্যুলার সেবা দেওয়া হবে।
বাঙালী মার্কেটের কাছে হাদিকা সংলগ্ন ইস্তেরা আহাদ মুনিরায় ৪ ডিসেম্বর শুক্রবার সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত এবং ৫ ডিসেম্বর শনিবার সকাল ৮ থেকে দুপুর ১২ পর্যন্ত এই সেবা দেওয়া হবে।
কনস্যুলার ট্যুরে শ্রম কল্যাণ উইং এর প্রতিনিধি কর্তৃক প্রবাসীদের ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের সদস্যপদ নিবন্ধনের জন্য শর্তসাপেক্ষে শুধু অনলাইন আবেদন গ্রহন করা হবে।