কাতারে অভিবাসী দিবস উপলক্ষ্যে পুরস্কার

কাতারে বসবাসরত প্রবাসীদের আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে পুরস্কার দেবে দূতাবাস। আগামী ১৯ ডিসেম্বর ২০২০ তারিখে এই পুরস্কার দেয়া হবে। গত সোমবার দূতাবাস একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
আন্তর্জাতিক অভিবাসী দিবসটি ১৮ ডিসেম্বর হলেও সেদিন কাতারে জাতীয় দিবস পালন করা হবে বলে ১ দিন পরে পুরস্কারটি দেয়া হবে।
দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই প্রথমবারের মতো ব্যাক্তিপর্যায়ে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ৩ জন পুরুষ ও ৩ জন নারী এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী মালিকানাধীন ৩ টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করতে যাচ্ছে।
এই পুরস্কার পেতে আগ্রহী প্রবাসীদেরকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে দূতাবাসের ইমেইলে অথবা দূতাবাসের প্রধান গেটে আবেদন পত্র জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বৈধপথে রেমিট্যান্স পাঠানোর স্বীকৃতি স্বরুপ এ বছরই প্রথম দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই পুরস্কারটি চালু করেছে।