fbpx
বিশ্ববাংলা

কৌশলে অপহরণকারীদের হাত থেকে বেঁচে ফিরলেন প্রবাসী

দক্ষিণ আফ্রিকায়, পাকিস্তানি অপহরণকারী চক্রের কাছ থেকে, কৌশলে বেঁচে ফিরেছেন নুরুল হক সুমন নামে এক বাংলাদেশি ব্যবসায়ী। দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের কুমাথলাঙ্গা এলাকা থেকে, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, একই এলাকায় ব্যবসা করার কারণে, সুমনের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে, পাকিস্তানি নাগরিক রশিদ আলী ও বিকি নামে দুই ব্যবসায়ীর সঙ্গে। কম দামে মুঠোফোন কিনে দেয়ার লোভ দেখিয়ে, ফোন করে সুমনকে ডেকে নিয়ে কৃষ্ণাঙ্গদের দিয়ে অস্ত্রের মুখে জোর করে গাড়িতে তুলে নেয়ার পর, বতসোয়ানা সীমান্ত এলাকায়, আটকে রাখা হয় তাকে।

পরে অপহরণকারী চক্র সুমনের চাচার কাছে ফোন করে পঁচিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু সুমন দুই কৃষ্ণাঙ্গ পাহারাদারকে ফাঁকি দিয়ে, স্থানীয় একটি পরিবারের সহযোগিতায় পুলিশ স্টেশনে অভিযোগ জানালে, অভিযান চালিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও, অভিযুক্ত ওই দুই পাকিস্তানি গা ঢাকা দিয়েছে।

তাদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। অপহৃত সুমনের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার, বাঁশখালি উপজেলার পুকুরিয়া গ্রামে।

সংশ্লিষ্ট খবর

Back to top button