আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাজ্য
বিশ্বজুড়ে আক্রান্ত ৮ কোটি ৭ লাখ, মৃত্যু ১৭ লাখ ৬৪ হাজার

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৮ কোটি ৭ লাখ ৫১ হাজার মানুষ। যেখানে এখন পর্যন্ত প্রাণহানি ১৭ লাখ ৬৪ হাজার ২শ। সুস্থ হয়েছেন ৪ কোটি ৫৬ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ।
এদিকে, দীর্ঘ জলঘোলার পর যুক্তরাষ্ট্রের ৯০ হাজার কোটি ডলারের করোনা প্রনোদনা বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিলকে ‘অপচয়’ আখ্যা দিয়ে আসলেও শেষ সময়ে সাক্ষর করেন তিনি।
অন্যদিকে ইউরোপিয় ইউনিয়নের ২৭ টি দেশে একযোগ শুরু হয়েছে ফাইজারের ভ্যাকসিন প্রদান। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার এই ভ্যাকসিন কার্যক্রমকে ঐক্যের উদাহরণ বলে উল্লেখ করেছেন।
এছাড়াও রাশিয়ার তৈরি স্পুটনিক ভ্যাকসিন গ্রহণ করতে সম্মতি জানান দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।