এখন থেকে বাণিজ্য মেলা রাজধানীর পূর্বাচলে

এখন থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে, রাজধানীর পূর্বাচলে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। শুধু তাই নয়, সারাবছরই সেখানেই বিভিন্ন বাণিজ্যিক প্রর্দশনীর আয়োজন করা হবে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার সচিবালয়ে এক্সবিশন সেন্টারের হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, এ বছরের বাণিজ্য মেলা এখনো বাতিল করা হয়নি। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে বছরের মাঝামাঝি সময়ে ১ মাসব্যাপী বাণিজ্য মেলা হবে। এ বছর করোনায় ধারাবাহিকতা নষ্ট হলেও স্বাভাবিক সময়ে জানুয়ারি মাস জুড়েই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।
মন্ত্রী আরো জানান, করোনা নিয়ন্ত্রণে আসলে তারপর চলতি বছরের বাণিজ্য মেলা হবে। এসময়, দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীন বাণিজ্যসহ পারস্পরিক সহযোগিতা অব্যহত রাখবে বলেও, আশা ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী। এর মধ্য দিয়ে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে।