fbpx
বাংলাদেশশিক্ষাস্বাস্থ্য

সব আবাসিক শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত

সব আবাসিক শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় নিয়ে আসার পর বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

দুপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির আয়োজনে ‘ক্যানভাস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম’ এর ভার্চুয়াল লঞ্চিং অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

এসময় দিপু মনি জানান, বৈশ্বিক মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রাখতে বাধ্য হয়েছে সরকার। কিন্তু শিক্ষার পাঠদান, পরীক্ষা, মূল্যায়ন এইসব বিষয়গুলো একেবারে বন্ধ নেই; প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যায়েও অনলাইনে পাঠদান চলছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার চেষ্টা করছে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button