ইসি গঠনে আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
নির্বাচন কমিশন গঠন আইন-২০২২’এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে, সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, এ তথ্য জানান। তিনি জানান, এই আইন অনুযায়ী অনুসন্ধান কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে। এসময় মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, করোনার সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে কঠোর তৎপরতায় যাবে সরকার।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে এ বিষয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২-এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এসময় এক প্রশ্নের জবাব সচিব জানান,পরিস্থিতি দুই একদিন পর্যবেক্ষণ করে স্বাস্থ্যবিধি নিশ্চিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এছাড়া আলাদা ব্রিফিংয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম জানান,কাল থেকে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হবে। সকাল ১০টায় ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাটিভি/ রাপ্পি