fbpx
Uncategorized

সমাজের ক্ষুদ্র-ক্ষুদ্র জীবন চিত্র তুলে ধরার নাম ‘আরএমএস মোটিভেশন’  

আমাদের চারপাশে ঘটে যাওয়া নানান ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা গুলো ভিডিও কিংবা শর্ট ফিল্মের মাধ্যমে উপস্থাপন করার  পেজ ‘আরএমএস মোটিভেশন’

২০১৯ সালে যাত্রা শুরু করে মাত্র তিন বছরের মধ্যেই তারা জয় করে নিয়েছে লাখ লাখ দর্শকদের মন। বর্তমানে পেজটির ফেসবুকে ফলোয়ার সংখ্যা ৪২ লক্ষের অধিক এবং ইউটিউবে প্রায় ৫০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে।

পেজে প্রকাশ হওয়া ভিডিও গুলোর সাথে দর্শকেরা তাঁর নিজের জীবনকে খুব ভালোভাবে সংযোগ করতে পারে। ‘আরএমএস মোটিভেশন’।

কেনো ‘আরএমএস মোটিভেশন’ পেজটির  প্রয়োজন পড়লো এ সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) মো: সুমন হাওলাদার বলেন, “বর্তমানে মানুষ বেশিরভাগ সময়ে তার স্মার্ট ফোনটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশি ব্যস্ত থাকেন। আর ফেসবুক ব্যবহারকারীদের মাঝে ভালো কিছু তুলে ধরাই পেজটির মূল লক্ষ্য।”

মানব কল্যাণে প্রতিষ্ঠানটি কিভাবে কাজ করছে জানতে চাইলে তিনি আরো বলেন, “সমাজে অপরাধ প্রবণতা বেড়েই চলছে। যা রোধ করার জন্যে আমাদের ইাতবাচক ভিডিও কনটেন্ট মানুষকে এ থেকে ভালো কিছুতে বা ফিরিয়ে আনার চেষ্টা করে।”

শুধু সমাজের নেগেটিভ দিকই না, ‘আরএমএস মোটিভেশন’ পেজেটিতে সমাজের নানা পজেটিভ দিকও উঠে এসেছে। সততার পুরষ্কার মানুষ কিভাবে পায়, জীবনে ভাল কর্ম করলে কিভাবে তাঁর ফল মানুষ পায়, উপকারীর প্রতিদান কিংবা গরিবকে সাহায্য করতে আল্লাহ তাঁর প্রতিদান কিভাবে দেয় এসব বিষয়ও ‘আরএমএস মোটিভেশন’  পেজের ভিডিওতে উঠে এসেছে।

‘আমরা শুধু গল্প বলি না, আমরা বদলে দেই জীবন’- এই স্লোগানকে নিয়ে এগিয়ে যাওয়া পেজটি সত্যিই শুধু গল্প না বলে, ভিডিওতে কিভাবে একজন মানুষের জীবনের গল্প বদলে যাচ্ছে তা সুন্দর ভাবে উপস্থাপন করছে।

যা দেখে দর্শকরাও তাঁর জীবনের গল্প বদলাতে উজ্জীবিত হয়ে নিজের জীবন গল্পে জয়ী হবার প্রত্যয়ে সম্মুখে অগ্রসর হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button