fbpx
বাংলাদেশবিনোদন

চিড়িয়াখানায় মানুষের উপচেপড়া ভীড়

ঈদের ছুটিতে নগরবাসী ভিড় করছেন রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের দ্বিতীয় দিনে চিড়িয়াখানায় লাখো দর্শনার্থীর ভিড়।

রাজধানীর দূর-দূরান্ত থেকে চিড়িয়াখানায় আসছেন দর্শনার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন, এদিন প্রায় এক লাখ ২০ হাজার দর্শনার্থী এসেছেন চিড়িয়াখানা।

বুধবার (৪ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ঘুরে এমন দৃশ্য দেখা যায়।ঈদের দিন বৃষ্টি হওয়ায় আজকে হাজারো মানুষের ভিড়।  পরিবারসহ সবাই একসঙ্গে এখানে বেড়াতে এসেছে।

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তথ্য কর্মকর্তা জানান সকাল থেকেই চিড়িয়াখানায় দর্শনার্থীদের অনেক ভিড়। দুপুরের পর থেকে দর্শনার্থীদের চাপ বাড়ছে। আজকে প্রায় এক লাখ ২০ হাজার দর্শনার্থী আসেছেন। যা ধারণা করেছিলাম তার থেকে অনেক বেশি দর্শনার্থী আসেছেন। তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে চিড়িয়াখানার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কর্মচারী-কর্মকর্তারা সাতটি ভাগে ভাগ হয়ে ৬৪ জন কাজ করছেন।  দর্শনার্থীদের নিরাপত্তার জন্য কাজ করছে লোকাল পুলিশ, টুরিস্ট পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button