বরুড়ায় রক্তঋণ সামাজিক সংগঠনের ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার বরুড়ায় রক্তঋণ সামাজিক সংগঠনের ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) জেলা পরিষদ ডাক বাংলো বরুড়ায় রক্তঋণ কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা পরিষদ ও প্রবাসী ফোরামের সহযোগীতায় রক্তঋণ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে এ ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোঃ কামাল হোসেন, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হসপিটালের সহযোগী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা ডাঃ মোঃ ইকবাল হোসেন, গ্লোবাল ইসলামী ব্যাংকের কুমিল্লা ব্র্যাঞ্চ ম্যানেজার সংগঠনের উপদেষ্টা মোঃ শাহনুর আলম, বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জালাল উদ্দিন, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক জিএস ও ভিপি সংগঠনের উপদেষ্টা মোঃ সেলিম জাহাঙ্গীর, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুদ মজুমদার, বরুড়া ফেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সালাহ উদ্দিন, বরুড়া ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি সংগঠনের উপদেষ্টা ডাঃ মোঃ সফিকুল ইসলাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, রক্তঋণ সামাজিক সংগঠনের উপদেষ্টা সদস্য কাজী মুফতি মমিন উল্লাহ ভুইঁয়া, বরুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা সদস্য মোহাম্মদ নোমান।
এছাড়া, আরো উপস্থিত ছিলেন, রক্তঋণ প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, রক্তঋণ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হৃদয় ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন (প্রবাসী ফোরাম), কাজী মোঃ ইসমাইল (প্রবাসী ফোরাম), সহ সভাপতি আওলাদ হোসেন সিয়াম, সবুজ সরকার, জাহিদুল ইসলাম তালুকদার, রক্তঋণ সামাজিক সংগঠনের ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন, সদস্য সচিব ও অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মোবারক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সকলের সার্বিক সহযোগিতায় সুন্দরভাবে ইফতার মাহফিল সম্পন্ন করায় রক্তঋণ প্রবাসী ফোরামের সভাপতি গাজী মোঃ ওয়াহিদুল ইসলাম এর পক্ষে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা কাজী মুফতি মমিন উল্লাহ ভূঁইয়া।