রাজনীতিআওয়ামী লীগ
নির্বাচন বানচাল করতে চাইলে কঠোর হস্তে প্রতিহত করা হবে: ওবায়দুল কাদের

সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না, তবে কেউ নির্বাচন বানচাল করতে চাইলে তাদের কঠোর হস্তে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিকেলে, রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নির্বাচনে কেউ না এলে জোর করে আনা যাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। হেরে যাবে জানে বলেই বিএনপি নির্বাচন ভন্ডুল করতে চায়। দেশে এখন আগুন নিয়ে যে নাশকতা হচ্ছে, সে নাশকতার সঙ্গে বিএনপি যুক্ত।
সরকার যদি পদত্যাগ করে তাহলে বিএনপির সঙ্গে সংলাপে করবে কে? বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।