সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা আলু-পেঁয়াজ
সরকারের বেঁধে দেয়া দামে মিলছেনা আলু-পেঁয়াজ। ডিমও বিক্রি হচ্ছে প্রায় আগের দামেই । ব্যবসায়ীরা বলছেন,আড়তের সঙ্গে মিলিয়ে খুচরা বাজারে দাম নির্ধারন করা হয়। সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রয়ে ব্যবসায়ীদের সচেতন করতে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ডিম,আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতিটি ডিমের দাম ১২ টাকা,আলুর কেজি ৩৫ থেকে ৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারের এই দাম নির্ধারণের একদিন পর, বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি।
সরকার আলু পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে। বাজারে এসে তার কোনো প্রতিফলন দেখছেননা ক্রেতারা। আলু ও পেঁয়াজ আগের দামেই কিনতে হচ্ছে তাদের।
এদিকে, খুচরা বাজারে যে কোনো পণ্যের দাম আড়তের সঙ্গে মিলিয়ে বিক্রি করেন ব্যবসায়ীরা। আড়ৎ যদি রাতারাতি দাম কমিয়ে দেয়,তারাও কম দামে দিতে পারবে বলে জানান ব্যবসায়ীরা।
বাজারে নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের সচেতনতায় কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রোজিনা সুলতানা।