fbpx
বাংলাদেশআওয়ামী লীগবিএনপিরাজনীতি

বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মতামত জানাবে রোববার: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে করা আবেদনের বিষয়ে মতামত জানানো হবে রোববার (১ অক্টোবর)।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এর আগে গত ২৫ সেপ্টেম্বর এই আবেদন করা হয়।

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে করা আবেদনটি পেয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছে। আমরা যাচাই বাচাই শেষে আগামীকাল রোববার আমাদের মন্ত্রণালয়ের মতামত জানিয়ে দেব।’

গুরুতর অসুস্থতা নিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে দ্রুত বিদেশের কোনো হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

গত ২৫ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়। তাকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে করা আবদেনটি ওইদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button