Uncategorized
বাংলাদেশে বিনিয়োগের জন্য সুইস উদ্যোক্তাদের প্রতি আহবান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সুইজারল্যান্ডের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তাঁর সরকার ব্যাপক ভিত্তিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।
সোমবার (২৪ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেংগলি, তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান।
বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়াতে হবে উল্লেখ কোরে রাষ্ট্রদূত জানান,তিনি দ্বি-পাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারে কাজ করে যাবেন। গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন তিনি।
এছাড়া, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায়, বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে বলেও জানান, সুইস রাষ্ট্রদূত।