fbpx
আন্তর্জাতিক

বিদেশী পাসপোর্টধারীদের মিসরে সরিয়ে নেয়া স্থগিত করেছে হামাস

গাজার হামাস সরকার বিদেশী পাসপোর্টধারীদের মিসরে সরিয়ে নেয়া স্থগিত করেছে।

শনিবার মিসরের হাসপাতালে আহত কিছু ফিলিস্তিনীকে সরিয়ে নিতে ইসরাইল অনুমোদন দিতে অস্বীকার করায় এ কার্যক্রম স্থগিত করে হামাস। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সীমান্ত কর্মকর্তা এ কথা জানান।

তিনি বলেন, কোন বিদেশী পাসপোর্টধারী গাজা উপত্যকা ত্যাগ করতে পারবে না যতক্ষণ না উত্তর গাজার হাসপাতাল থেকে আহত ব্যক্তিদেরকে রাফাহ ক্রসিং দিয়ে মিশরে নিয়ে যাওয়া হয়।

মিসরের নিরাপত্তা সূত্র বলেছে, কোন আহত ব্যক্তি কিংবা বিদেশী পাসপোর্টধারী কাউকে শনিবার রাফাহ ক্রসিয়ে দেখা যায়নি। মিসরের রাফাহ টার্মিনালের দিকে আহত ব্যক্তিদের বহনকারী অ্যাম্বুলেন্স কনভয়ে হামলার পর স্থগিতের সিদ্ধান্তটি আসে।

উল্লেখ্য, শুক্রবার ইসরাইলী বাহিনীর ঘোষণায় বলা হয়েছে তারা গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফার বাইরে রাখা অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে, কারন এসব হামাসের সন্ত্রাসী সেল দ্বারা ব্যবহৃত হতো।

সংশ্লিষ্ট খবর

Back to top button