টানা হারে সবার আগেই বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ৭ ম্যাচের ছয়টিতেই হেরে পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে সাকিবের দল। আজ রোববার (৬ নভেম্বর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এর সাথে দিল্লির কুয়াশা-ধোঁয়াও প্রতিপক্ষ বাংলাদেশের। তাই বলায় যায়, ‘তিন’ প্রতিপক্ষের আজ বাংলাদেশের লড়াই।
টানা ৬ হারে বিধ্বস্ত বাংলাদেশ দল। এই ব্যর্থতায় প্রশ্ন একটাই জিততে পারবে তো সাবিকরা! তবে একই বিন্দুতে দাঁড়িয়ে আছে শ্রীলঙ্কাও। ‘আহত’ সিংহরাও বিশ্বকাপ থেকেই বিদায় নিয়েছে। তবে তার অবশ্য জিতেছে ২ ম্যাচ। এ ম্যাচে জিতলেও তাই কারোরই সেমিফানাল খেলা হচ্ছে না। তবে দুই দলের সামনে এখন একটাই সমীকরণ। সেটা হলো- চ্যাম্পিয়ন্স ট্রফি।