দুর্ঘটনা
চট্টগ্রামের হাটহাজারীতে বাস-অটোরিক্সা সংঘর্ষে ৭ জনের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলই ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় আরো ৩ জন।
দুপুরে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে চারিয়া ইজতেমার মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়,নাজিরহাট থেকে চট্টগ্রাম শহরমুখী আসা একটি বাস ও বিপরিত দিক থেকে আসা একটি সিএনজি টেক্সীর মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজিতে বসা শিশুসহ ১০ জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলে ৩ শিশুসহ ৭ জন নিহত হয়।
আহত ৩ জনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।